ছেলে ও পুত্রবধুর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো মায়ের; গ্রেফতার - ২ 62 0
ছেলে ও পুত্রবধুর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো মায়ের; গ্রেফতার - ২
রংপুরের তারাগঞ্জের কলেজ পাড়া নামক গ্রামে ছেলে ও পুত্রবধুর ধারালো অস্ত্রের আঘাতে আহত গৃহবধু নূর বানু চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। ছেলে নূরজামাল ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বাড়ির চলাচলের রাস্তার একটি গাছ কাটাকে কেন্দ্র করে নূরজামাল ও তার স্ত্রী তাসলিমার ঝগড়া বাঁধে। এরই জেরে গত শনিবার ধারালো অস্ত্র দিয়ে দুই স্বামী-স্ত্রী নূরবানুর ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিষপত্র ভাংচুর করতে থাকে। এক পর্যায়ে তারা নূরবানুকেও কুপিয়ে জখম করে সটকে পড়ে। পরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেদিন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরের আগে তিনি মারা যান।
এদিকে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের হয়েছে, অভিযুক্ত ছেলে ও পুত্রবধুকে গ্রেফতার করা হয়েছে।